সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


জেএমবির সাত সদস্যের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jmbআওয়ার ইসলাম : চাঁপাইনবাবগঞ্জ ও খাগড়াছড়ি জেলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে দুই জেএমবি সদস্যকে অস্ত্র আইনে ১৪ বছর করে এবং খাগড়াছড়িতে পাঁচ জেএমবি সদস্যকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এঁদের মধ্যে একজন পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ আদালত ২-এর বিচারক মো. জিয়াউর রহমান দুই জেএমবি সদস্যকে ১৪ বছর করে কারাদণ্ড দেন।এঁরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট খড়গপুরের মমিন এবং ভোলাহাট উপজেলার মুশরিভুজার রবিউল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর জোবদুল হক দুই জেএমবি সদস্যের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে আরো মামলা বিচারাধীন রয়েছে।

সূত্র : এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ