আওয়ার ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হতে যাচ্ছেন মকবুল আহমাদ। সারা দেশের রুকনদের ভোটে মকবুল আহমাদ আমীর পদে সর্বাধিক ভোট পেয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে এ ফলাফল নির্ধারিত হয়। আজ শনিবার মকবুলকে আমীর হিসেবে ঘোষণা করা হতে পারে।
জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী জেলে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পালন করে আসছেন মকবুল আহমাদ।
জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত আমীরই জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বেছে নেন। যদিও নতুন আমীর মজলিশে শূরার সদস্যদের মতামত নেন। তবে সেক্রেটারি নির্বাচনে আমীরের সিদ্ধান্তই চূড়ান্ত। আমীর পদ ঘোষণার সঙ্গে সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামও ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ভারমুক্ত হতে পারেন। অথবা নতুন আমীরের পছন্দের ব্যক্তি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান অথবা শফিকুল ইসলাম মাসুদকে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে দেখা যেতে পারে।
এফএফ