রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

হজ থেকে ফিরলেন খালেদা; নেতাকর্মীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda6আওয়ার ইসলাম: হজ পালনে ১৫ দিনের সৌদি সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দেয়।

খালেদাকে বহনকারী নিশান পেট্রোল গাড়িটি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ সড়ক দিয়ে বেরিয়ে আসার পথে উপস্থিত নেতাকর্মীরা পুলিশ ব্যারিকেডের ভেতরে অবস্থান নিয়েই খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।  এ সময় ‘রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার ভয় নাই’ স্লোগানে শোনা যায় কর্মীদের মুখে।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার দুপুর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে খন্ড খন্ড মিছিলে জড়ো হয়। উদ্দেশ্য তাদের প্রিয় নেত্রীকে কাছ থেকে দেখা এবং শুভেচ্ছা জানানো।

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত ৭ সেপ্টেম্বর হজ পালনের উদ্দেশ্য সৌদি আরব যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ছিলেন চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, ব্যক্তিগত আলোকচিত্র শিল্পী নুরুদ্দীন আহমেদ এবং গৃহপরিচারিকা ফাতেমা প্রমুখ।

আজ খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য  মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, নিতাই রায় চৌধুরী,আব্দুল আউয়াল মিন্টু, ডা.এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শ্যামা ওবায়েদসহ বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম আজাদ,আবু সাঈদ খোকন, নূরে আরা সাফা, শিরিন সুলতানা, শহীদুল ইসলাম বাবুল, কাজী আবুল বাশার, আমিনুল ইসলাম, আমিনুল হক, নুরুল ইসলাম নয়ন, সুলতানা আহমেদ,সাহানা আক্তার সানু ও রাজীব আহসান প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ