আওয়ার ইসলাম: রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে নিহত ৫ জঙ্গিসহ ছয়জনের মরদেহ তাদের পরিবার না নেয়ায় আজ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। প্রায় তিন মাস পর তাদের দাফন করা হলো।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ (সিএমএইচ) মরদেহগুলো মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে আঞ্জুমানে মফিদুল ইসলাম বিকেলে মরদেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করে।
হলি আর্টিসানে নিহত পাঁচজন হলো, রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর এ হায়াৎ কবীর, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল। এছাড়া পুলিশের সন্দেহভাজন রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদারের মরদেহ।
কোনো পরিবার লাশ নেওয়ার জন্য আবেদন না করায় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিবৃতির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
আরআর