শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

এক ম্যাচে ৪৩ গোল, গোলরক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির এক অখ্যাত দলের গোলরক্ষক এক ম্যাচেই ৪৩ বার নিজের জালে বল ঢুকতে দেখেন। ম্যাচের অনেকটা সময়ই তাকে ব্যয় করতে হয় জাল থেকে বল তুলে আনতে। সেই লজ্জাজনক ম্যাচের পর নিজের প্রথম অনুশীলনেই আটক হলেন আলোচিত গোলরক্ষক।

জার্মানির গণমাধ্যমগুলো জানায়, চলতি মাসের শুরুর দিকে পিএসভি ওবারহোসেনের কাছে ৪৩-০ গোলে বিধ্বস্ত হয় ভোন্ডারর্ট একাদশ। সেই ম্যাচে ভোন্ডারর্টের গোলরক্ষক ছিলেন মার্কো কিওতেক।

ওই ম্যাচের পর মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলন করেন কিওতেক। অনুশীলন থেকে ফেরার পথেই দু’জন সিভিল পুলিশ তাকে আটক করে।

কিওতেককে আটক করার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে কিছু বিষয় পরিষ্কার করার জন্য পুলিশ স্টেশনে যেতে হবে।’ যদিও ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়।



এদিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরপরই কিওতেককে ছেড়ে দেয় পুলিশ। ৪৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরের ম্যাচে গত শনিবার তাকে একাদশেই রাখেননি ভোন্ডারর্ট কোচ। শনিবারের ম্যাচে ৮-০ গোলে হেরে যায় দলটি।

এক ম্যাচে ৪৩ গোল হজম করার পর কিওতেক জার্মানির তারকায় পরিণত হয়েছিলেন। যদিও এ গোলরক্ষক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব লজ্জাজনক ম্যাচটি ভুলতে চান তিনি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ