শামিম হোসেন: পাকিস্তানে অদ্ভুত এক পেস বোলারের সন্ধান পাওয়া গেছে, যিনি দুই হাতেই সমান বল করতে সক্ষম। তার নাম ইয়াসির জান। বিষ্ময়কর এই বোলারকে খুঁজে বের করেছেন লাহোর কোয়ালান্দারের কোচ আকিব জাভেদ।
ইয়াসিরের বিশেষ বৈশিষ্ট হচ্ছে তিনি দুই হাতেই নিখুঁত লাইন ও লেন্থ বজায় রেখে বল করতে পারেন। ডানহাতে বল করলে তিনি প্রচুর গতি দিতে পারেন। আর বামহাতে বল করলে দিতে পারেন বাউন্স। তাকে পাকিস্তানের নতুন গোপন অস্ত্রও ভাবা হচ্ছে।
সম্প্রতি রাওয়ালপিন্ডিতে ট্যালেন্ট হান্ট সেশনের আয়োজন করেন আকিব জাভেদ। সেখানেই তিনি খুঁজে পান ইয়াসিরকে। ইতোমধ্যে পাকিস্তানের গণমাধ্যমে ঝড় তুলেছেন এই তরুণ তুর্কী।
ইয়াসিরের সম্পর্কে আকিব জাভেদের মন্তব্য, ‘এই কিশোরকে একবছর পরিচর্যা করলে দারুণ এক বোলারে পরিণত করা সম্ভব হবে।’
ক্রিকেটবিশ্বে সব্যসাচী বোলার ইয়াসির জান প্রথম নন। ইংলিশ ক্রিকেটার গ্রাহাম গুচ দুই হাতেই বল করতে পারতেন। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ইনিংসের শেষ ওভারে তিনি দুই হাতে বল করেছিলেন।
ইয়াসির জানের দুই হাতে বল করার ভিডিও: