শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

মাংস খাওয়ায় শীর্ষে যুক্তরাষ্ট্র, সবচেয়ে কম বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

meetআওয়ার ইসলাম: বিশ্বে সবচেয়ে বেশি মাংস খাওয়া হয় যুক্তরাষ্ট্রে। একজন মার্কিনি প্রতিবছর গড়ে ১২০ দশমিক ২ কেজি মাংস গ্রহণ করে। অন্যদিকে মাংস সবচেয়ে কম খাওয়া হয় বাংলাদেশে। একজন বাংলাদেশি প্রতিবছর গড়ে মাত্র চার কেজি মাংস খেতে পান। ভারতীয়রাও এর চেয়ে বেশি মাংস খায় (৪ দশমিক ৪ কেজি)।

সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে মাংস গ্রহণের দিক থেকে শীর্ষ ১০টি দেশের কথা উল্লেখ করা হয়েছে। একইভাবে সর্বনিম্ন মাংস গ্রহণের ১০টি দেশের কথাও জানানো হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার ২০০৯ সাল পর্যন্ত করা একটি প্রতিবেদনের ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে। আর এখানে মাংস বলতে যেকোনো প্রাণীর মাংসই বোঝানো হয়েছে।

তালিকা অনুযায়ী মাংস গ্রহণের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের পর আছে মধ্যপ্রাচ্যের ছোট দেশ কুয়েত। যেখানে মাংস গ্রহণের হার প্রতিবছর মাথাপিছু ১১৯ দশমিক ২ কেজি। ক্রম অনুযায়ী শীর্ষ ১০-এ থাকা অপর দেশগুলো হলো—অস্ট্রেলিয়া (১১১ দশমিক ৫ কেজি), বাহামাস (১০৯ দশমিক ৫ কেজি), লুক্সেমবার্গ (১০৭ দশমিক ৯ কেজি), নিউজিল্যান্ড (১০৬ দশমিক ৪ কেজি), অস্ট্রিয়া (১০২ কেজি), ফরাসি পলিনেশিয়া (১০১ দশমিক ৯ কেজি), বারমুডা (১০১ দশমিক ৭ কেজি), আর্জেন্টিনা (৯৮ দশমিক ৩ কেজি)।

এদিকে, মাংস গ্রহণে সর্বনিম্ন দেশগুলো মধ্যে বাংলাদেশের আগে আছে ভারত। দেশটিতে মাংস গ্রহণের হার প্রতিবছর মাথাপিছু ৪ দশমিক ৪ কেজি। ক্রম অনুযায়ী অপর দেশগুলো হলো—বুরুন্ডি (৫ দশমিক ২ কেজি), শ্রীলঙ্কা (৬ দশমিক ৩ কেজি), রুয়ান্ডা (৬ দশমিক ৫ কেজি), সিয়েরালিয়ন (৭ দশমিক ৩ কেজি), ইরিত্রিয়া (৭ দশমিক ৭ কেজি), মোজাম্বিক (৭ দশমিক ৮ কেজি), গাম্বিয়া (৮ দশমিক ১ কেজি), মালাওয়ি (৮ দশমিক ৩ কেজি)।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ