শামিম হোসেন
বিশ্বের অনেক ক্রিকেটার আছেন যারা ব্যাট-বল তুলে রাখার পর রাজনীতিতেও সফল হয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। স্বদেশি এই কিংবদন্তির পথে হাঁটার ইচ্ছা পোষণ করেছেন দেশটির অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
গত রোববার বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আমি রাজনীতিতে প্রবেশ করতে চাই। কিন্তু আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও সিনিয়ররা এর বিপক্ষে আমাকে উপদেশ দিয়েছেন।’
তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘রাজনীতিবিদ কে? আমার চোখে রাজনীতিবিদ হচ্ছেন জনগণের সেবক। এবং তাদের উচিত জনগণের সেবা করা। রাজনীতির সঙ্গে না জড়িয়েও আমার কল্যাণ সংস্থার মাধ্যমে আমি মানুষের সেবা করতে পারব।’
এদিকে, একদিনের ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছা না থাকলেও টি-টোয়েন্টি চালিয়ে যেতে চান আফ্রিদি। আর নিজের অবসরের ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি টি-টোয়েন্টি খেলা চালিয়ে যেতে চাই। একইসঙ্গে জাতীয়, ঘরোয়া বা লিগ পর্যায়ে ওডিআই ক্রিকেটও চালিয়ে যেতে চাই। আমার মনে হয়, খেলার জন্য আমি এখনো ফিট।’
সূত্র: ডন