আওয়ার ইসলাম : বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত হবে। বায়তুল মোকাররমে এবারও পাঁচটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় হবে পরের জামাতগুলো। সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি ঈদ জামাত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় হবে দুটি জামাত। এছাড়া সলিমুল্লাহ হলের মাঠ এবং শহীদুল্লাহ হলের লনে সকাল ৮টায় দুটি ঈদের নামাজ হবে।
চট্টগ্রাম
চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে সকাল পৌনে ৮টায় হবে ঈদুল আজহার প্রধান জামাত। ইমামতি করবেন এ মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী। একই জায়গায় সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন একই মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ জালাল উদ্দিন। এছাড়াও লালদিঘী সিটি করপোরেশন জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায়, বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়াম এবং জালালাবাদ আরেফিন নগর কবরস্থান জামে মসজিদে ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
সিলেট
সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত হবে শাহী ঈদগাহে সকাল ৮টায়। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন। একই সময়ে দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদ, সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। নগরীর বন্দর বাজারের হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সাড়ে ৯টায়। কাজিরবাজার মাদরাসায় জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
খুলনা
খুলনায় ঈদুল আজহার প্রথম জামাত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৮টা, ৯টা এবং ১০টায় টাউন জামে মসজিদে পর পর তিনটি জামাত হবে। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পরিচালিত বায়তুন নূর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
রংপুর
রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে নামাজ সকাল পৌনে ৯টায় এবং সোয়া ৯টায় কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
বরিশাল
বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। এতে ইমামতি করবেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন। এই বিভাগে সবচেয়ে বড় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। এতে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। প্রায় ২০ হাজার মুসুল্লি সেখানে ঈদ জামাত আদায় করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বরিশাল নগরীর একাধিক স্থানে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেন্দ্রীয় জামে কশাই মসজিদ ও জামে এবাদুল্লাহ মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
এফএফ