আওয়ার ইসলাম : মিনায় পৌঁছেছেন হাজিরা। এর মাধ্যমেই শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। মিনায় হাজিরা আজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং রবিবার সকাল পর্যন্ত অবস্থান করবেন।
কাল রবিবার পবিত্র হজ। ফজরের পর হাজিরা আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন। আরাফাতে হজের খুতবা শুনবেন। রাতে মুজদালিফার খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন।
সোমবার সকালে সূর্যোদয়ের পর দুপুরের আগে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করবেন। এরপর মাথা মুণ্ডন করে এহরাম খুলে ফেলবেন এবং পশু কোরবানি করবেন তারা। এভাবে সম্পন্ন হবে হজের গোটা আনুষ্ঠানিকতা।
প্রত্যেক হজযাত্রীকে নিজ নিজ মোয়াল্লেম কার্যালয় থেকে গাইডের মাধ্যমে মিনা, মুজদালিফা, আরাফাতে গমন, অবস্থান, শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানির নিয়মকানুন সবকিছু আগেভাগেই জানিয়ে দেয়া হয়।
এরপর যেসব হাজি পূর্বে মদিনায় যাননি তারা মদিনায় যাবেন।
এফএফ