আওয়ার ইসলাম: ১২০ কেজি স্বর্ণে তৈরি কাবা শরিফের গিলাম প্রস্তুত হয়েছে। সোমবার গিলাফটি আনুষ্ঠানকিভাবে হস্তান্তর করা হয়। বাদশাহ সালমানের পক্ষ থেকে মক্কার গভর্নর যুবরাজ খালেদ আল ফয়সাল এ বছরের জন্য কাবা শরিফের নতুন গিলাফ হস্তান্তর করেছেন।
আনুষ্ঠানিক গিলাফ হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন পবিত্র কাবা এবং মদিনা শরিফের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আবদুর রহমান আল-সুদাইস। পবিত্র নগরী মক্কার গভর্নরের জেদ্দার কার্যালয়ে এ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাদশাহ’র উপদেষ্টা যুবরাজ খালেদ বলেন, দুই সম্মানিত মসজিদের খেদমত করতে পেরে এবং হজযাত্রীদের সেবা করার জন্য সম্মানিত সৌদি আরব গর্বিত। সৌদি আরবের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এ দুই পবিত্র স্থানের উন্নয়ন ও কল্যাণ কাজ বাস্তবায়ন করা।
আগামী ৯ সেপ্টেম্বর এ বছরের হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সেদিন পবিত্র মসজিদ কাবা শরিফের সম্মানিত ইমাম জুমার খুতবায় হজের সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অতপর হজযাত্রীরা নামাজের পর থেকেই মিনা অভিমুখে রওনা হবেন।
১১ সেপ্টেম্বর ৯ জিলহজ আরাফার দিনে পবিত্র কাবা শরিফের পুরনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানো হবে।
সূত্র: আরব নিউজ