আওয়ার ইসলাম : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, পাকতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের খ্রিস্টান কলোনিতে আত্মঘাতী বোমা হামলায় জড়িতরা সবাই বিদেশি নাগরিক। তবে তারা কোন দেশের তা এখনো জানা যায় নি।
গতকাল এ হামলা চালানো হয়েছিল। এতে একজন বেসামরিক নাগরিক এবং চার আত্মঘাতী হামলাকারী নিহত হয়।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী একটি কঠিন যুদ্ধে জয়ী হয়েছ উল্লেখ করে নিসার আরো বলেন, তবে সন্ত্রাসকে পুরোপুরি নির্মূল করার জন্য আরো কাজ বাকি রয়ে গেছে। তিনি বলেন, পাকিস্তানে আগে এক দিন পরপর বোমা হামলা হতো এখন তা মাসে একবার হচ্ছে।
এতেও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে যায় নি স্বীকার করে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সন্ত্রাসবাদের অর্থ যোগানদাতাদের এখনো খুঁজে বের করে বিচার করার কাজ বাকি রয়ে গেছে।
সূত্র : পার্স টুডেে
এফএফ