আওয়ার ইসলাম : অভিন্ন নদীর উপর একতরফা পানি প্রত্যাহার ও গেট খুলে দেয়া সঠিক কাজ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, একতরফাভাবে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো দরকার। প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতির প্রতিকারের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা করবেন।
আজ রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার চরগোলাপনগরে ত্রাণসামগ্রী বিতরণ শেষে ফারাক্কা বাঁধ খুলে দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফএফ