আওয়ার ইসলাম: চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বলেছেন: ঘটমান বিষয়াবলির উপর দৃষ্টি রেখে আমাদের দেশে মুসলমানরা একটি বৃহৎ সমাজ গঠন করুক আমরা তা চাই না।
জার্মানীর চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেলের প্রাগ সফরের কাছাকাছি সময়ে বুহুসলাভ সুবুতকা বলেন: ইউরোপে শরণার্থীদের আশ্রয় সমস্যার সমাধানে নানা মত রয়েছে।
এরআগে বেশি সংখ্যক শরণার্থী গ্রহণের জন্য ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে মার্কেল। অথচ ইউরোপীয় ইউনিয়ন শরণার্থীদের প্রবেশের অনুমতির বিষয়ে প্রতি দেশের জন্য যে সংখ্যা নির্ধারণ করেছে তার বিরোধী চেক প্রজাতন্ত্র।
তিনি বলেন: শরণার্থীদের আশ্রয়ের ক্ষেত্রে আমরা এ বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছি যে, কি সংখ্যক শরণার্থী প্রবেশের অনুমতি দেবে এ অধিকার ইউরোপের প্রতিটি দেশের থাকা উচিত।
তার সংযোজন: শরণার্থী এবং সন্ত্রাসীদেরকে সমান চোখে দেখা ঠিক নয়। কিন্তু জার্মানী যে পদ্ধতিতে তাদেরকে গ্রহণ করছে এটাও গ্রহণযোগ্য নয়।
প্রসঙ্গত, মার্কেল আজ বৃহস্পতিবার তার প্রাগ সফরে চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করবেন। মিলোস জামানও মার্কেলের শরণার্থী গ্রহণের নীতি বিরোধী। -ইকনা