সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মাদরাসায় গুলি; ২ মুফতি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulshan_pakআওয়ার ইসলাম: পাকিস্তানের করাচিতে গুলশানে ইকবাল রোডে অবস্থিত একটি মাদ্রাসায় অজ্ঞাতনামা লোক গুলি চালিয়েছে। এতে নিহত হয়েছেন মাদরাসার শিক্ষক মুফতি গোলাম আকবর এবং তার মেহমান মুফতি কামরান।

গুলশানে ইকবালের এসপি ডা. ফাহাদ এ খবর নিশ্চিত করেছেন।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার মাদরাসার অফিস চলাকালীন সময়ে মটরসাইকেলে করে অজ্ঞতানামা দুই ব্যক্তি মাদরাসায় প্রবেশ করে। প্রথমেই তারা মাদরাসার দু’তলায় উঠে। সেখানে শিক্ষার্থীরা তখন পড়াশোনায় মগ্ন ছিল। সেখান থেকে নেমে মাদরাসার অফিসে বসে থাকা শিক্ষকদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। এতে সঙ্গে সঙ্গে মুফতি কামরান নিহত হন। এবং আহত মুফতি গোলাম আকবরকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি ইন্তেকাল করেন।

ডা. ফাহাদ বলেন, নিহত ও আহতকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলের বিভিন্ন নিদর্শন দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

মাদরাসায় গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারছে না এ ধরনের ঘটনা কারা ঘটাতে পারে এবং কে ঘটাচ্ছে। তবে আশঙ্কা করা হচ্ছে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে। এ জন্য মাদরাসাগুলোতে সতর্কতা বাড়ানো হচ্ছে।

সূত্র : উর্দু জং ও ডন নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ