আওয়ার ইসলাম : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী ২৯ আগস্ট ঢাকায় আসছেন বলে জানা গেছে। ২৯ আগস্ট এসে ওই দিনই ঢাকা ছাড়বেন তিনি। ঢাকা থেকে তার দিল্লি যাওয়ার কথা রয়েছে। দায়িত্ব নেয়ার পর এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পেশাজীবী, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের একটি প্রতিনিধিদলের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে।
গুলশানের সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও বাংলাদেশ ঘুরে গেছেন। এরপর অনেকটা হঠাৎ করেই জন কেরির বাংলাদেশ সফরে আসছেন।
এফএফ