আওয়ার ইসলাম : জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমিরসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির পাঁচজনকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১-এর ভাষ্য, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী স্টেশন রোড ও বোর্ডবাজার হাজিরপুকুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির ওই পাঁচ সদস্যকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ভোরে এই অভিযান চালানো হয়। আটক জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজ এবং সদস্য আবদুল হাই, সাহাবুদ্দিন, ফিরোজ ও সাইদুর রহমান।
গাজীপুর র্যাব-১-এর উপ-অধিনায়ক মেজর আজম বলেন, টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে রাশেদুজ্জামান, আবদুল হাই ও সাহাবুদ্দিনকে আটক করা হয়। বোর্ডবাজার হাজিরপুকুর থেকে আটক করা হয় ফিরোজ ও সাইদুরকে। তাঁদের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন, গুলি ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
ওএস