শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

লন্ডন উলামা বোর্ডের চেয়ারম্যানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdur rahimআওয়ার ইসলাম: যুক্তরাজ্যের উলামা বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক স্কলার, দায়ী ও সমাজসেবক ড. মাওলানা এএসএম আবদুর রহীম ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার স্থানীয় সময় ১১.১০ এ তিনি ইন্তেকাল করেন।

ড. মাওলানা আবদুর রহীম ছিলেন যুক্তরাজ্যসহ মুসলিম বিশ্বের পরিচিত মুখ। তিনি দীনের খেদমতের পাশাপাশি দেশটির প্রশাসনিক বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর‌্যন্ত তিনি দারুল উলুম ইসলামিক কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বার্মিংহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট হিসেবে ইসলাম ও মুসলিমদের জন্য কাজ করেছেন দীর্ঘদিন।

ড. আবদুর রহিম ব্যারিস্টার মুহাম্মদ শোয়াইবের ছেলে। তিনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের জামাতা। ব্যক্তি জীবনে ড. মাওলানা আবদুর রহিম নিজেকে দীনের জন্য বিলিয়ে দিয়েছিলেন। লন্ডনের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার তার হাতে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি যুক্তরাজ্যে দীনি, শিক্ষা ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জরিত।

ড. শাহ মাওলানা মুহাম্মদ আবদুর রহীম ১৯৪৩ সালের অক্টোবরে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। একাডেমিক শিক্ষার সূচনা কওমী মাদরাসায়। ১৯৫৮ সালে বামনী ইসলামিয়া জুনিয়র মাদরাসা থেকে দাখিল পাশ করেন। আলিম, ফাজিল ও কামিল পাশ করেন ফেনী আলিয়া মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষার জন্য চলে যান যুক্তরাজ্যে।

বিভিন্ন মহলের শোক

ড. শাহ মাওলানা মুহাম্মদ আবদুর রহীম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম। রোববার এক শোক বার্তায় তিনি নিহতের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল আইটিভ ইউএসএ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। চ্যালেনটির চেয়ারম্যান ড. মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, মুসলিম বিশ্ব একজন দায়ী ও স্কলার হারাল।

গভীর শোক প্রকাশ করেছে নিউইয়র্কের ইউনাইটেড উলামা কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা লুতফর রহমান কাসেমী এবং সেক্রেটারি জেনারেল মাওলানা রশিদ আহমাদ।

এছাড়াও ছারছিনা’র পীর মাওলানা শাহ মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিক লন্ডনের বার্মিংহামে এক দোয়া মাহফিল করে নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ