আওয়ার ইসলাম: রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে লেভেল-৬ এর জুতার দোকান বে-এম্পোরিয়াম থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই জুতার দোকানের মালিক।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ধোঁয়ায় পুরো মার্কেট আচ্ছন্ন হয়ে গেছে। ভেতর থেকে সবাইকে বের করে দেয়া হয়েছে। ভেতরের লোকজনকে বাইরে বের করে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
এর আগে ২০০৯ সালের মার্চে রাজধানীর অন্যতম এই শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার খাবর পাওয়া গিয়েছিল।
এআর