আওয়ার ইসলাম: আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য ড্যানি হিলে রায়ি দাবি করেছেন, জলবায়ুর দায়দায়িত্ব সৃষ্টিকর্তার। যে কারণে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষকে দায়ী করা উচিত নয়। সম্প্রতি দেশটির সংগীত ও রাজনীতি বিষয়ক সাময়িকী ‘হট প্রেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ড্যানি হিলে বলেন, ‘জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিজ্ঞানীরা অতি উৎসাহীর আচরণ করছেন। এর কারণ তারা প্রচুর অর্থসাহায্য পাচ্ছেন।’ এর আগে কিলগারভানের এই এমপি পার্লামেন্টে বলেছিলেন, ‘ঈশ্বর নিজেই জলবায়ুর দায়িত্বে রয়েছেন। এ ক্ষেত্রে আমাদের করার কিছুই নেই।’
এ বিষয়ে জানতে চাইলে হট প্রেসকে হিলে বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। কিছু বস্তুর ওপর নির্ভর করে আমার এই দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। এই বস্তুগুলো এখানেই রয়েছে এবং ইতিহাস তা প্রমাণ করেছে।’
তিনি আরো বলেন, ‘আমরা বরফযুগ পার করেছি। আমাদের নুহ (আ.) এর নৌকার ইতিহাস রয়েছে। আমাদের ১৭৪০ সালের দুর্ভিক্ষের ইতিহাস রয়েছে, যা টানা দুই বছর খরার কারণে হয়েছিল। এগুলো হচ্ছে সেই বিষয়। কিছু শতাব্দী রয়েছে যখন দেশে প্রচণ্ড গরম ও উষ্ণতা অনুভূত হয়েছে এবং আরো কিছু শতাব্দী ছিল যখন প্রচুর বৃষ্টিপাত ও শীতল আবহাওয়া ছিল। এগুলো সেসব বিষয়েরই অংশ।’
আরআর