আওয়ার ইসলাম : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি দাবি করেছে সিরিয়ায় সরকারি কারাগারে বন্দি অবস্থায় অন্তত ১৮ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৫ সালের মধ্যে এসব বন্দিকে মারধর ও ধর্ষণ করে হত্যা করা হয় বলে দাবি করছে অ্যামনেস্টি। নির্যাতনের শিকার হয়ে বেঁচে যাওয়া ৬৫ জনের সাক্ষাৎকার থেকে তারা তথ্য সংগ্রহ করেছে বলে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে।
কারাবন্দিদের ওপর নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
'ইট ব্রেকস দ্য হিউম্যান: টর্চার, ডিজিজ অ্যান্ড ডেথ ইন সিরিয়াস প্রিজনস' শীর্ষক প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করে অ্যামনেস্টি।
অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, সিরিয়াজুড়ে সরকারি কারাগারগুলোতে ২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ৭২৩ জনেরও বেশি ব্যক্তি নিহত হয়েছেন। সিরীয় সরকারের বিরুদ্ধে এসব অভিযোগ আলোচনার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।
বিশেষ করে সিরিয়া সমস্যা নিয়ে শান্তি আলোচনায় অংশগ্রহণকারী প্রভাবশালী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি এই আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
এফএফ