আওয়ার ইসলাম : নতুন করে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন এ-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। তুরস্ক মনে করছে এতে যুক্তরাষ্ট্র নাখোশ হবে।
দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে তুরস্কের আগ্রহ অনেক দিনে। কিন্তু ন্যাটোর সদস্য হিসেবে তা কেনা হলে যুক্তরাষ্ট্র রাজি হবে না বলেই তা করেনি। কিন্তু বর্তমান অবস্থায় তুরস্ক আর যুক্তরাষ্ট্রের নাখোশ হওয়ার তোয়াক্কা করছে না বলেই মনে হচ্ছে।
রাশিয়ায় সাম্প্রতিক সফরকালে প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছিলেন, তিনি ক্রেমলিনের সাথে সামরিক সহযোগিতা করতে আগ্রহী। এ প্রেক্ষাপটেই এ ক্ষেপণাস্ত্র সংগ্রহে তুরস্কের আগ্রহ নতুন করে আলোচনায় এসেছে।
এফএফ