আওয়ার ইসলাম : নিউইয়র্ক পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ নিউইয়র্কে বাংলাদেশী ইমাম আকুনজি ও তার মুসল্লি তারা মিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন খুনিকে আটক করতে সক্ষম হয়েছে । পঁয়ত্রিশ বছর বয়সী সন্দেহভাজন ওই সন্ত্রাসীর নাম অস্কার মোরেল। রোববার গভীর রাতে ব্রুকলিনে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও তার বাসার আঙ্গিনা থেকে উদ্ধার করেছে। খুন করে পালিয়ে যাওার সময় তার প্রাইভেটকার একজন সাইকেল আরোহীকে আঘাত করে। ওই সাইকেল আরোহী সন্ত্রাসীর গাড়ীর নাম্বার টুকে রাখে। সেই সূত্র ধরেই তাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় অস্কার মোরলকে দুই বাংলাদেশীকে হত্যায় অভিযুক্ত করে আদালতে হাজির করে নিউইয়র্ক পুলিশ।
অস্কার মোরেলকে একজন পাকা খুনি বলে ধারণা করেছে পুলিশ। কারণ সিসিটিভির ফুটেজে দেখা গেছে, খুব কাছ থেকে গুলি করে দিনের আলোতে খুবই ধীরস্থীর গতিতে এলাকা ছাড়ে ওই খুনি।
এফএফ