আওয়ার ইসলাম: বন্যার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে দেশ ও মানবতার জন্য কাজ করা দাওয়াহ ও সেবামূলক সংগঠন 'রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ'। শনিবার সিরাজগঞ্জের হাপানিয়া চৌহালীর চরে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে সংস্থাটি।
রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমির বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকীর সার্বিক সহযোগিতায় কয়েকশ' পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সমন্বয় করেন তরুণ আলেম মাওলানা মুসাফির আব্দুস সালাম। সাথে ছিলেন মাওলানা জাহেদুল আলম, হাফেজ সিরাজুল ইসলাম, হাফেজ শহীদুল ইসলাম প্রমুখ।
ত্রাণ সমন্বয়কারী মাওলানা আব্দুস সালাম ত্রাণ বিতরণের করুণ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, চারিদিকে বানভাসি মানুষের হাহাকার। উপচেপড়া ভিড়। পানির স্রোত উপেক্ষা করে সাঁতরে আসছে মানুষ ত্রাণ নিতে। আমাদের সীমিত আয়োজন এত মানুষকে কাভার করতে পারেনি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদের ত্রাণবাহী দল ফিরেছে।'
রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমির দেশের বিভিন্ন সংগঠন-সংস্থা, বিত্তবান ও আলেম উলামাদেরকে বিপন্ন বন্যার্ত মানুষে পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।