আওয়ার ইসলাম : এবার ১৮ বছরের কম বয়সী কোনো মাদ্রাসার ছাত্র বা কেউ পশু জবাই করতে পারবে না।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ‘ঈদুল আযহার প্রস্তুতি সভা’ শুরুর আগে মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক সাংবাদিকদের এ কথা জানান।
ঢাকাসহ দেশের ১১টি সিটি কর্পোরেশন এলাকায় ৬ হাজার ২৩৩টি সম্ভাব্য পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে এবং পৌর এলাকা ও দেশের অন্যান্য স্থানে যেখানে যেখানে পশু জবাই হবে, সেখানে জবাইয়ের স্থান নির্ধারণের কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ‘এ বছর সারাদেশে ৭ লাখ ১৬ হাজার ৯৪০টি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। এবার পশু জবাইয়ের ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে। পশু জবাইয়ের পর ২/৩ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করে ফেলতে হবে।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা চলছে। এতে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ঢাকার দুই মেয়র, ঢাকা সিটি কর্পোরেশন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এফএফ