আওয়ার ইসলাম : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএস প্রতিষ্ঠাতা । তিনি বলেন, ওবামা আইএসের প্রতিষ্ঠাতা, আর সহ প্রতিষ্ঠাতা হিলারি।
গতকাল বুধবার এক নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামাই আইএস-এর জন্ম দিয়েছেন আর তার সহ-প্রতিষ্ঠাতা হিলারি ক্লিনটন৷’ উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ‘আইএস-এর প্রতিষ্ঠাতা হিসেবে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর তাদের কাছ থেকে একটি পুরস্কার প্রাপ্য৷’
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের ইরাক আগ্রাসনের পরিপ্রেক্ষিতেই আইএস গড়ে ওঠে। ওবামা আমলে আইএস সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। বিশেষত সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর।
এফএফ