আওয়ার ইসলাম : নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।২০১৫ সালের জানুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলন চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। এর আগে গত ১৮ জুলাই রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।
গত ১৫ মে ঢাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে আরো মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।
এফএফ