আওয়ার ইসলাম: ফ্রান্সে মুসলিম মেয়েদের সাঁতারের পোশাক নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, মুসলিম মেয়েরা আপাদমস্তক ঢাকা পোশাক পরে সাঁতার কাটতে চান তা অনেক আশঙ্কার জন্ম দিতে পারে।
দেশটিতে পর্দা মেনে চলা মেয়েদের সাঁতারের পোশাকের নাম বুর্কিনি। এটি গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা থাকে। সেই সাথে মাথাও আবৃত থাকে। এটি পড়তে মাত্র একটি দিনের জন্য শহরের বিখ্যাত ওয়াটার ফ্রন্টটি ভাড়া নিয়ে সাঁতার কাটতে চেয়েছিলেন ফরাসী শহর মার্সেইয়ের কয়েকজন মেয়ে। কিন্তু বেরসিক কর্তৃপক্ষ যেমন অনুমতি দিতে বেকে বসেছেন, তেমনি কঠোর ভাষায় এ উদ্যোগকে আক্রমণ করছেন রাজনীতিকেরাও। এ নিয়ে এখন মার্সেইতে চলছে তুমুল বিতর্ক।
স্থানীয় একটি কম্যুনিটি গ্রুপ এই অনুষ্ঠানটির আয়োজক, তারা বলছেন, এর ফলে শহরের মুসলিম নারীরা আরো বেশি হারে স্থানীয় কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন। কিন্তু শহরটির বামপন্থী মেয়র মিশেল এ্যামি বলেছেন, তিনি এই অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করতে চান। তার যুক্তি, ফ্রান্সে যখন একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছে, তখন এ ধরণের অনুষ্ঠান নতুন করে উস্কানি দেবে সন্ত্রাসীদের।
সূত্র: বিবিসি