ফারুক ফেরদৌস: ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি বলেছেন, জামায়াতে ইসলামির (ভারত) সাথে দেওবন্দের ইখতেলাফ নিজের জায়গায় বিদ্যমান আছে কিন্তু এখন আমরা এমন কিছু বলতে চাই না যা অনৈক্য সৃষ্টির কারণ হবে।
সম্প্রতি ‘জামায়াতে ইসলামি হিন্দে’র ছাত্র সংগঠন ‘স্টুডেন্ট ইসলামিক অরগানাইজেশন’ আয়োজিত একটি কনফারেন্সের দাওয়াত নামায় একটি সেশনের সভাপতি হিসেবে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানীর নাম উল্লেখ করা নিয়ে বিতর্ক ওঠে। সমালোচনাও শুরু হয় সর্বত্র।
এ প্রেক্ষাপটে দারুল উলুম দেওবন্দের সাথে জামায়াতের মতাদর্শগত বিরোধ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন।
মুফতি নোমানি বলেন, তিনি ওই অনুষ্ঠানের দাওয়াত নামা পেয়েছেন কিন্তু চতুর্থ সেশনের সভাপতি হিসেবে তার নাম দেয়ার ব্যাপারে সংগঠনটি তার কাছে অনুমতি নেয়নি এবং এ ব্যাপারে এখন পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগও করেনি ।
মুফতি নোমানি এর প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এটা পুরোপুরি অনুচিত কাজ। অনুমতি ছাড়া নাম ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সূত্র: রোজনামায়ে খবরিন