আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে ৭৪০ জন ফিলিস্তিনিকে গৃহহীন করেছে যাদের ৩৮৪ জন শিশু।
বুধবার ইসরাইলি মানবাধিকার সংগঠন ‘বি’সেলেম’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
অধিকৃত পশ্চিমতীরে গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ফিলিস্তিনিদের ১৬৮টি বাড়ি-ঘর ধ্বংস করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় এই সংখ্যাটি ২০১৫ সালের পুরো বছরে ধ্বংস করা সংখ্যার চেয়েও বেশি।
পশ্চিমতীরের ৬০ শতাংশ এলাকাজুড়ে এরিয়া ‘সি’ এর অবস্থান এবং এখানে প্রায় ৩,০০,০০০ ফিলিস্তিনিদের বাড়ি-ঘর রয়েছে। বর্তমানে এটি ইসরাইলের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। প্রতিবেদনটিতে অভিযোগ করা হয় ইসরাইলি কর্তৃপক্ষ এসব ফিলিস্তিনিদের এরিয়া ‘বি’ এর দিকে সরাতে চাইছে যাতে তারা (ইসরাইলিরা) বসতি সম্প্রসারণ জন্য এরিয়া ‘সি’ দখল করতে পারে। পশ্চিমতীরের ২২ শতাংশ এলাকাজুড়ে এরিয়া ‘বি’ এর অবস্থান। যেটি ইসরাইলের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র : আল জাজিরা
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ