আওয়ার ইসলাম ডেস্ক : গাজীপুর আইনজীবী সমিতির মিলনায়তনে ২০০৫ সালে বোমা হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় দশ আসামির মধ্যে ছয় জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে খালাস দেওয়া হয়েছে
আলোচিত ঐ ঘটনায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১৩ সালে ওই দশ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছিল।
২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর অ্যাডভোকেট বার সমিতির দুই নম্বর হলে শক্তিশালী দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আইনজীবীদের দৈনন্দিন কার্যক্রম ও আদালতে যাওয়ার প্রস্তুতির মধ্যে ওই হামলায় আত্মঘাতী জেএমবি সদস্য আজাদ ওরফে জিয়া ওরফে নাজির ওরফে নাহিদ ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আইনজীবী নুরুল হুদা, আনোয়ারুল আজম ও গোলাম ফারুক এবং চার বিচারপ্রার্থী।
পরে এ ঘটনায় জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও আতাউর রহমান সানী, আত্মঘাতী হামলাকারী ও সহযোগীদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ