আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কলেজ কর্তৃপক্ষ এক মুসলিম ছাত্রের মুখে দাড়ি থাকায় তাকে ভর্তি করতে চায়নি বলে অভিযোগ উঠেছে। তাকে দাড়ি শেভ করে ভর্তির জন্য আসতে বলা হয়। পরে অবশ্য বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে ওই ছাত্রকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
গুলাম গাউস নামের এই মুসলিম ছাত্র রুদ্রপুর ইনস্টিটিউট অব টেকনলজি নামে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তি হতে গিয়েছিলেন। কিন্তু ওই ছাত্রের মুখে দাড়ি থাকায় তাকে ভর্তি করানো হয়নি।
গুলাম গাউস নামে ওই ছাত্র জানান, ‘আমি রুদ্রপুর ইনস্টিটিউট অব টেকনলজিতে ভর্তির জন্য গেলে সেখানে ‘আভা ম্যাম’ নামে এক শিক্ষিকা এবং সেখানকার প্রিন্সিপ্যাল আমাকে ক্লিনশেভ অবস্থায় আসার কথা বলেন। এরকম অবস্থায় তারা ভর্তি নিতে পারবেন না বলে আমাকে জানান। এতে আমি খুব দুঃখ পেয়েছি।’
ওই ছাত্রের বাবা মসরুর আহমদ বিষয়টি নিয়ে ইউ এস নগরের জেলা প্রশাসক আশিস কুমার শ্রীবাস্তবের কাছে অভিযোগ জানিয়েছেন।
বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ অবশেষে ওই ছাত্রকে ভর্তি হওয়ার জন্য ডেকেছে। প্রিন্সিপ্যাল অমর নাথ বর্মা বলেন, ‘সব ছাত্রকে পোশাক, চুল এবং ক্লিনশেভ করার জন্য বলা হয়েছিল। ওই ছাত্রের অভিভাবক এ নিয়ে ভুল বুঝেছেন। আমরা ওই ছাত্রকে ভর্তি নিচ্ছি।’
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ
[video width="640" height="352" mp4="http://ourislam24.com/wp-content/uploads/2016/07/4bk7d4e7ea3185b304.mp4"][/video]