আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক সেনাবাহিনীর উচ্চপদস্থ দুই কর্মকর্তা স্বেচ্ছা অব্যহতি নিয়েছেন। তাদের অব্যাহতির কারণ জানা যায়নি।
এর আগে গত বুধবার দেশটির সেনাবাহিনীর প্রায় এক হাজার ৭০০ সেনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেশটির প্রশাসন। এরই একদিন পর এ ঘটনা ঘটলো।
সিএনএন তুর্ক বলছে এই দুই সেনা কর্মকর্তা হলেন, কামিল বাসগুলো ও ইহসান উইয়া।
সেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেওয়া দুই সেনা কর্মকর্তা দেশটির ল্যান্ড ফোর্সের উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বুধবার ১৪৯ জন জেনারেল এবং অ্যাডমিরালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
সূত্র: আল জাজিরা
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ