আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত গুলেনের বাড়িকে পাবলিক টয়লেট বানানো হচ্ছে।
তিনি বেশ ক’ বছর ধরে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে বসবাস করছেন। তুরস্কের যে শহরে বেড়ে ওঠেছেন সেখানে তার পৈত্রিক বাড়িটিকে এখন পাবলিক টয়লেট পরিণত করা হবে বলে জানা গেছে। বলা হচ্ছে, গুলেন অভ্যুত্থান চেষ্টায় জড়িত হওয়ায় স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
১৫ জুলাই অভ্যুত্থানচেষ্টা ঘটনার পর থেকে গুলেনের লেখা শত শত বই ওই বাড়ি থেকে বের করে নর্দমায়, নদীতে এবং রাস্তায় ফেলে দিয়েছে স্থানীয় জনতা। কোথাও কোথাও গুলেনের লেখা বই পুড়িয়ে দেয়া হয়েছে।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ