শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাকিস্তানে গুলেন পরিচালিত স্কুল বন্ধের আহ্বান তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fatullahআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থানের নেপথ্য নায়ক হিসেবে অভিযুক্ত ফতেউল্লাহ গুলেনের পরিচালিত শিক্ষা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক।

পাকিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সাদিক বাবর গিরগিন এ আহ্বান জানিয়েছেন।

রাজধানী ইসলামাবাদে তুরস্কের পরিস্থিতি নিয়ে মিডিয়া ব্রিফিং-এ তুর্কি রাষ্ট্রদূত বলেন, গুলেন গোষ্ঠীর তৎপরতা বন্ধের জন্য সব বন্ধু দেশকে আঙ্কারা অনুরোধ জানিয়েছে। অভ্যুত্থানে গুলেন জড়িত থাকার বিষয়ে তুর্কি সরকারের কাছে অকাট্য প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি।

পাকিস্তানে ২১টি স্কুলের একটি নেটওয়ার্ক এবং রুমি ফোরাম পরিচালনা করেন গুলেন। গত কয়েক দশক ধরে পাকিস্তানে এ সব সংস্থা পরিচালিত হচ্ছে।

পাকিস্তান সরকার গুলেনের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে বলে জানা গেছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ