আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে প্রেসিডেন্ট গার্ডবাহিনীকে ভেঙে দেয়া হয়েছে। সাম্প্রতিক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এ বাহিনী ভেঙে দেয়ার ঘোষণা দেয়া হলো।
প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, ‘তুরস্কে আর প্রেসিডেন্ট গার্ড বাহিনী থাকবে না। এ বাহিনীর আর কোনো দরকার নেই।’
এর আগে প্রেসিডেন্ট গার্ড বাহিনীর ২৮৩ সদস্যকে আটকের ঘোষণা দেয়া হয়েছিল। অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে তাদের আটক করা হয়।
গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর প্রেসিডেন্ট এরদোগান তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ