ঢাকা : দেশে সন্ত্রাস সৃষ্টি ও জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
আগামী মঙ্গলবার (২৬ জুলাই) সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
রোববার (২৪ জুলাই) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি দেন। তিনি বলেন, ‘দেশে সন্ত্রাস সৃষ্টি ও জঙ্গি হামলার ফলে দেশের জনগণের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছে।’
দেশের মানুষের জানমালেরনিরাপত্তা নেই উল্লেখ করে ডা. শফিকুর বলেন, ‘একদিকে চলছে সন্ত্রাসী জঙ্গিহামলা, অন্যদিকে চলছে জামায়াতসহ বিরোধী দলকে দোষারোপের নোংরা রাজনীতি। এ রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন জাতিকে ঐক্যবদ্ধ করা।’
সরকার জাতীয় ঐক্য সৃষ্টির পরিবর্তে জাতিকে নানাভাবে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘দেশের মানুষ এ সন্ত্রাসের হাত থেকে বাঁচতে চায়।’
দলের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানান তিনি।
আরআর