আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মিউনিখে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে। গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে মিউনিখ অলিম্পিয়া শপিং সেন্টারের একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে। মিউনিখ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, হামলাকারী ১৮ বছর বয়সী একজন ইরানি তরুণ, যে শহরটিতে গত কয়েকবছর ধরে বসবাস করে আসছিল। পুলিশের একজন মুখপাত্র বলছেন, ওই তরুণ একাই গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছে, কিন্তু তার সম্পর্কে পুলিশের কাছে আগে কোন তথ্য ছিল না।
তবে হামলার ঘটনার পর সে আত্মহত্যা করেছে, নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে, তা পরিষ্কার নয়।
এ ঘটনার পর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল আজ দেশটির নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠক ডেকেছেন।তার চীফ অফ স্টাফ পিটার আল্টমাইয়ের বলেছেন, এই হামলার জন্য কারা দায়ী, সেটা এখনো পরিষ্কার নয়, তবে এটি উগ্রপন্থীদের কাজ হতে পারে।
জার্মান পুলিশ বলছে, এর সঙ্গে ইসলামপন্থী কোন গ্রুপের কোন যোগসূত্র পায়নি।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ