আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের অভ্যুত্থানচেষ্টা প্রতিরোধে বার্তা পাঠানোর জন্য প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান যে আইফোনটি ব্যবহার করেছিলেন সেটির দাম উঠেছে ১০ লাখ সৌদি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ১০ লাখ ২ হাজার ৬৭৯ টাকা। তবুও এর ব্যবহারকারী সেটি হাতছাড়া করতে নারাজ।
সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় দেশের মানুষ মোবাইল ফোনটি কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
সিএনএন-তুর্ক আঙ্কারা ব্যুরো প্রধান মিজ হ্যান্দে ফিরাত অভ্যুত্থানচেষ্টার সময় তার ব্যক্তিগত আইফোনটি দিয়ে নিজে থেকে এরদোগানের সাথে যোগাযোগ করেছিলেন। এরদোগান স্কাইপ ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। এই ফোনই দৃশ্যত অভ্যুত্থানচেষ্টা ভণ্ডুল করে দিয়েছিল। এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। ফলে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
ফিরাত জানিয়েছেন তার আইফোনটি এখন কেউ কেউ ফোনটি কিনতে আড়াই লাখ ডলার দিতে চাইছে। এক সৌদি ১০ লাখ সৌদি রিয়াল (২,৬৬,০০ ডলার) দেয়ার প্রস্তাব দিয়েছেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ