ঢাকা : হিজবুল মুজাহিদিন বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর। জনতা-নিরাপত্তারক্ষী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৫ জন। আহত দুই শতাধিক। টানা ১৪ দিন ধরে অশান্ত কাশ্মীর।
এ ইস্যুতে এবার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ। এক সভায় বক্তব্যে তিনি বলেন, ‘কাশ্মীর থেকে তাড়াতাড়ি সেনা সরিয়ে নেয়া উচিত ভারত সরকারের। মেনে নেয়া উচিত গিলানির দেয়া চারটি মত। না হলে তৈরি থাকতে হবে লড়াইয়ের ময়দানে নামার জন্য। সেই সেনাদের সঙ্গে দেখা হবে যুদ্ধের ময়দানে।’
সাঈদ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা হিসেবে পরিচিত। প্রথমে জামাত-ই-ইসলামি কাশ্মীর নামে একটি সংগঠন চালালেও আপাতত তিনি তেহরাক-ই-হুরিয়ত সংগঠনের নেতা।
এদিকে ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কাশ্মীরে এ অশান্তির ছড়ানোর পিছনে মদদ রয়েছে পাকিস্তানের। কিন্তু ইসলামাবাদের পক্ষ থেকে এই দাবি নাকচ করা হয়।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর