ঢাকা: আফগানিস্তানের কাবুলে ভয়ঙ্কর আত্মঘাতী বোমা হামলায় ৬১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শতাধিক মানুষ। শনিবার আফগানিস্তানের একটি সমাবেশে এই হামলা চালানো হয়।
আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে রক্তে ভেসে যাওয়া রাস্তায় বহু মৃতদেহ পড়ে আছে।
দেশটির সংখ্যালঘু ফারসিভাষী শিয়া হাজারা সম্প্রদায়ের এক বিক্ষোভ সমাবেশে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।
দেশটির বামিয়ান প্রদেশ দিয়ে ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন গেছে। কিন্তু এখানকার বাসিন্দা হাজারা সম্প্রদায়ের মানুষের ভাগ্য খোলেনি। বিদ্যুৎ বঞ্চিত এই বাসিন্দারা নিজেদের এলাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছিল।
এদিকে ভয়ঙ্কর এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এ হামলার পেছনে তাদের হাত নেই।
হামলার পর এক বিবৃতিতে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, ‘সুযোগ সন্ধানী সন্ত্রাসীরা বিক্ষোভকারীদের দলে মিশে গিয়ে এই বিস্ফোরণ ঘটিয়েছে। হামলায় আমাদের দেশের সামরিক ও বেসামরিক অনেক নাগরিক হতাহত হয়েছে।’
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর