আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আস্তিক নামধারী কিছু মুসলমান ও তাদের সহযোগী চক্র জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদের মাধ্যমে মুসলমানদের ধ্বংসের পাঁয়তারা করছে। আমাদের প্রধানমন্ত্রী একটি বক্তব্যে সন্তানদের ইসলামী শিক্ষা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সাধুবাদ জানাই।
আজ বুধবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন। পরে বাগেরহাটে শহরে জঙ্গিবাদবিরোধী এক গণমিছিলের নেতৃত্ব দেন তিনি।
চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা লক্ষ করছি প্রথম শ্রেণি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর রাসুলের জীবনী ও ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, ইসলাম ও মুসলমানদের নাম-চিহ্নটুকু পর্যন্ত মুছে ফেলা হয়েছে। সেখানে নাস্তিকদের লিখিত কবিতা ও গল্প শিক্ষা দেওয়া হচ্ছে।
এ সময়ে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ মাওলানা হাফেজ আবদুল আউয়াল, মাওলানা আবদুল মজিদ, কেন্দ্রীয় নেতা রজ্জব আলী, খুলনা মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মদ মুজ্জাম্মিল হক, বাগেরহাট জেলা আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. মাহমুদুল হাসান প্রমুখ।