ডেস্ক নিউজ : সৌদি আরবে কর্মরত ভিন্ন ধর্মাবলম্বী প্রবাসী শ্রমিকদের মধ্যে থেকে প্রতিদিন গড়ে ১৬৪ জন নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। গত বছর দেশটিতে অন্তত ৪৬ হাজার নারী ও পুরুষ প্রবাসী শ্রমিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলাম র্ধ্ম গ্রহণকারী এই শ্রমিকদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। নিজ ধর্ম ত্যাগ করে মোট ইসলাম ধর্মগ্রহণকারীর মধ্যে পুরুষের হার ৬৫ শতাংশ।
তবে নতুন মুসলিমের সংখ্যা সবচেয়ে বেশি দেশটির রাজধানী রিয়াদে। মোট ইসলামগ্রহণকারীর ৫৬ শতাংশ (২৫ হাজার ৬৪২ জন) রিয়াদে কাজ করছেন। এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলে কর্মরত ৮ হাজার ৪২৪ জন শ্রমিক ইসলাম গ্রহণ করেছেন। শ্রমিকদের ইসলাম গ্রহণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পূর্বাঞ্চল।
তবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পবিত্র নগরী মক্কা। এ নগরী থেকে ৭ হাজার ৪৯৫ জন শ্রমিক ইসলাম গ্রহণ করেছেন। একই সময়ে হেইলের ৮৯২ জন ও জাজান প্রদেশের ১৩ শ্রমিক গত বছর ইসলাম ধর্মগ্রহণ করেন।
দেশটির ইসলামিক কল, গাইডেন্স অ্যান্ড ফরেন কমিউনিটি অর্গানাইজেশনের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সৌদি আরবের বিভিন্ন শহরে সংস্থাটির ৪৫টি শাখা রয়েছে।