ডেস্ক নিউজ : ইসলামবিরোধী শিক্ষানীতি, শিক্ষা আইন বাতিল ও বিতর্কিত সেক্যুলার পাঠ্যসূচী বাতিলের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই ঘোষিত আগামীকাল ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার বিকাল ৩ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে জমায়েত শেষে জাতীয় সংসদ অভিমুখে গণমিছিলের কর্মসুচী প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ কর্মসূচী পালন করা হবে।
বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, আলহাজ্ব আমিনুল ইসলাম, আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।