আওয়ার ইসলাম ডেস্ক : আজ ঢাকার একটি আদালতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এখন মামলাটি বিচার শুরু হল বলে জানা গেছে। আগামী ৪ঠা অগাস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
ধর্ম অবমাননার অভিযোগ ওঠা ব্লগারদের হত্যার ঘটনাগুলোর মধ্যে এই প্রথম কোনও হত্যা মামলার বিচার শুরু হতে যাচ্ছে।
অভিযুক্তরা হলেন, জিকরুল হাসান, আরিফুল ইসলাম, মোঃ: সাইফুল্লাহ, বেলায়েত হোসেন এবং মোঃ: আব্দুল্লাহ। লায়েত হোসেন এবং মোঃ: আব্দুল্লাহ পলাতক রয়েছে। আদালত পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য বলে অভিযোগ পত্রে বলা হয়েছে।
গত বছরের ৩০শে মার্চ ঢাকার তেজগাঁ এলাকায় ব্লগার ওয়াসিকুর রহমান বাবুকে হত্যা করা হয়।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ