শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘গৃহযুদ্ধের মুখে ইসরাইল!’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

F160118FFF72 copyআন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিরোধী নেতা ইসাক হেরজগ বলেছেন, ইসরাইল গৃহযুদ্ধের মুখে রয়েছে। তিনি বলেন, ‘ডানপন্থি রাজনীতিকরা ইসরাইলের ভেতরে ঘৃণা ও বর্ণবাদ ছড়িয়ে দিচ্ছেন যার কারণে গৃহযুদ্ধের আশংকা বাড়ছে।’

ঘৃণা, বর্ণবাদ, অন্ধকার এবং বেড়ে চলা হত্যাকাণ্ড ও গুপ্তহত্যার কারণে ইসরাইল গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে মন্তব্য করে হেজরগ বলেন, ইহুদি সামরিক রাবাইরা নারীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। একইভাবে ইহুদিদের বিভিন্ন গ্রুপের মধ্যে নানা রকমের ঘৃণা ও বিদ্বষ ছড়ানো হচ্ছে।

লেবার পার্টির চেয়ারম্যান হেরজগ আরো বলেন, ‘এ ধরনের ঘৃণা, বিদ্বেষ ও বর্ণবাদী চিন্তা ছড়িয়ে পড়ার সুযোগ নিচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। ঘৃণা-বিদ্বেষের এই বীজ বপন করা হয়েছে যা ইসরাইলকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে। প্রশাসনের ছত্রচ্ছায়ায় এ হিংসা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ক্ষমতাসীনরা এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নীরব রয়েছেন।’

সূত্র : পার্সটুডে

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ