আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান বলছে, ভারতীয় সেনারা ইচ্ছা করে প্রতিবাদী কাশ্মিরি যুবকদের অন্ধ করে দিচ্ছে।
গতকাল পত্রিকাটিতে প্রকাশিত একটি লেখায় এ কথা বলা হয়।
লেখাটিতে উল্লেখ করা হয়, গত গত ৯ জুলাই থেকে এ পর্যন্ত কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে আহত হয়েছে প্রায় তিন হাজার। আহতদের বেশিরভাগই জখম হয়েছে চোখের কাছে। অন্তত ৮০ জন আহত কাশ্মিরি যুবকের চোখে অস্ত্রোপচারের পর তাদের রেটিনায় ক্ষুদ্র স্টিল বুলেট পাওয়া গেছে। ক্ষুদ্র বুলেট অপসারণের জন্য এক সপ্তায় প্রতিবাদী কাশ্মিরি যুবকদের ১৫০ টি চোখে অস্ত্রোপচার করা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, এদের বেশিরভাগই দৃষ্টি শক্তি হারাবেন। একজন ডাক্তার বলেন, এদের অবস্থা মৃত্যুর চেয়েও খারাপ।
এদিকে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরে বহু সংবাদপত্র বন্ধ করে দিয়েছে এবং সংবাদ প্রকাশের ওপর আরোপ করেছে নানা ধরনের সীমাবদ্ধতা। কারফিউ বা সান্ধ্য আইনও জারি করে রাখা হয়েছে এক সপ্তারও বেশি সময় ধরে। বন্ধ করে দেয়া হয়েছে টেলিভিশনের অনুষ্ঠানমালা, ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক। কাশ্মিরে নৃশংস দমন অভিযান চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।
সূত্র : দ্য গার্ডিয়ান
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ