আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর তার সমর্থকদের মার্কিন সেনাদের উপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ‘আইএস বিরোধী লড়াইয়ে’র অজুহাত দেখিয়ে ইরাকে আরো মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা প্রতিক্রিয়ায় এ নির্দেশ দেন তিনি।
গত সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার ঘোষণা করেছেন যে আরো ৫৬০ মার্কিন সেনা ইরাকে পাঠানো হবে। আইএস এর দখল থেকে মসুল মুক্ত করার উদ্দেশ্যে এ সেনা পাঠানো হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়।
কার্টারের এই ঘোষণার প্রতিক্রিয়ায় নিজ ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে মুক্তদা আল সদর মার্কিন বিরোধী ঘোষণাটি দেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ