শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


দোষী সেনাদের মৃত্যুদণ্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turkey_armyঢাকা: তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের সাথে জড়িতদের জন্য মৃত্যুদণ্ডাদেশ পুনর্বহাল করার চিন্তা করছে দেশটির সরকার। এর আগে ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশের জন্য সংস্থার নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে দেশটিতে এই দণ্ডাদেশ বাতিল করা হয়েছিল।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান রোববার নিহতদের দাফন অনুষ্ঠানে বলেছেন, তার সরকারকে উৎখাত করার ব্যর্থ চেষ্টা চালানোর প্রেক্ষাপটে তুরস্ক মৃত্যুদণ্ডাদেশ পুনর্বহালের বিষয়টি বিবেচনা করছে।

তিনি আরো বলেন, ‌‘গণতান্ত্রিকব্যবস্থায় জনগণের চাওয়া অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়। আমি মনে করি, এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের সরকার বিরোধী দলের সাথে কথা বলবে।

ইস্তাম্বুলে সমবেত জনতা মৃত্যুদণ্ডের দাবি করার প্রেক্ষাপটে এরদোগান এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

তিনি বলেন, 'আমরা এ নিয়ে আর দেরি করতে পারি না। যারা অভ্যুত্থানের চেষ্টা করেছিল, তাদেরকে এর জন্য মূল্য দিতে হবে।'
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ লাভের আশায় তুরস্ক ২০০৪ সালে মৃত্যুদণ্ডাদেশ বিলোপ করেছিল। এখন সেটা পুনর্বহাল করা হলে সদস্যপদ প্রাপ্তির আলোচনা বাধাগ্রস্ত হতে পারে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ