আওয়ার ইসলাম ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার দায়ে জামালপুর জেলার তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পাঁচজনের আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।
বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আশরাফ হোসেন, আব্দুল হান্নান ও মো. আব্দুল বারী। এরা তিনজনই পলাতক আছেন। এছাড়া অ্যাডভোকেট শামসুল আলম, এসএম ইউসুফ আলী, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. হারুন ও মো. আবুল কাসেমকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। এ পাঁচজনের মধ্যে শামসুল আলম ও এসএম ইউসুফ আলী কারাগারে। বাকিরা পলাতক আছেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ